আরজিকর কাণ্ডে এক সিভিক ভলেন্টিয়ার গ্রেফতার হওয়াও পুলিশের ভাবমূর্তি কিছুটা হলেও ক্ষুণ্ণ হয়েছে। এবার তাই সিভিক ভলেন্টিয়ারদের নিয়ে নতুন পদক্ষেপ করল লালবাজার। সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কিত নানা তথ্য সংগ্রহের সিদ্ধান্ত নিল লালবাজার।
আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আর এই কাণ্ডে জড়িয়েছে এক সিভিক ভলেন্টিয়ারের নাম। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মানুষকে প্রতারণার অভিযোগও উঠেছে। এরপরেই কার্যত নড়েচড়ে বসেছে লালবাজার।
কী পদক্ষেপ করা হয়েছে?
কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত জানতে চায় লালবাজার। ইতিমধ্যেই থানা এবং ট্রাফিক গার্ডের কাছে তথ্য তলব করা হয়েছে। লালবাজারকে তাদের জানাতে হবে, কর্মরত সিভিক ভলেন্টিয়ারদের অতীতে কোনও ক্রিমিনাল রেকর্ড রয়েছে কি না।
এছাড়াও সিভিক ভলেন্টিয়ারদের পরিচয়পত্র যাচাই করতে হবে। এমনকি তাঁদের কাজের মূল্যায়ণ সম্পর্কেও বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে থানা এবং ট্রাফিক গার্ডগুলির কাছে। জানা গিয়েছে, নবান্নের নির্দেশেই লালবাজারের এহেন পদক্ষেপ।
যদিও যে সকল তথ্য চাওয়া হয়েছে, সেই সকল তথ্যের ক্ষেত্রে কোনও রকম অসঙ্গতি মিললে ঠিক কী ব্যবস্থা গ্রহণ করা হবে তা, অবশ্য লালবাজারের তরফ থেকে এখনও জানানো হয়নি।