অবশেষে মৃত লালন শেখের(Lalon Sheikh Death Case) দেহ নিতে রাজি হল তাঁর পরিবার। বুধবার তাঁর দেহ পরিবারের হাতে তুলে দেয় রামপুরহাট মেডিক্যাল কলেজ হাসপাতাল(Rampurhat Hospital) কর্তৃপক্ষ। বুধবারই গ্রামের উদ্দেশে নিয়ে যাওয়া হচ্ছে লালন শেখের(Lalon Sheikh's body found in CBI Custody) মৃতদেহ। পরিবারের তরফে জানানো হয়েছে, গ্রামেই তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তবে অপ্রীতিকর কোনও ঘটনা এড়াতে ঘটনাস্থলে থাকবেন রামপুরহাটের এসডিপিও(SDPO Rampurhat)। কড়া পুলিশি নিরাপত্তায় দেহ নিয়ে লালনের পরিবার রওনা দিয়েছে গ্রামের উদ্দেশ্যে।
বগটুই কাণ্ডে(Bagtui Genocisde) গ্রেফতারের পর সিবিআই হেফাজতে(CBI Custody) ছিলেন লালন শেখ। সোমবার সেখান থেকেই তাঁর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে। তদন্ত চেয়ে সোমবার রাতেই দিল্লির সদর দফতরে পুরো ঘটনার রিপোর্ট পাঠায় সিবিআই(CBI on Lalon Sheikh's Death)।
সোমবার সিবিআইয়ের অস্থায়ী শিবিরের শৌচালয়ে লাল রঙের গামছা গলায় জড়ানো অবস্থায় লালনের ঝুলন্ত দেহ(Lalon Sheikh's body found in CBI Custody) উদ্ধার হয়। সিবিআই সূত্রে জানা গিয়েছে, বিকেল ৪টে ৫০ মিনিট নাগাদ শিবিরের শৌচালয়ে গিয়ে গলায় গামছা জড়িয়ে আত্মঘাতী হন লালন। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হেফাজতে যথেষ্ট নিরাপত্তা থাকার কথা। লালনের নিরপত্তার দায়িত্বে ছিল সিআরপিএফ(CRPF on Lalon Sheikh's Death)। সিবিআই সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে রামপুরহাটে সিবিআইয়ের(CBI Camp in Rampurhat) অস্থায়ী শিবিরের নিরাপত্তার দায়িত্বে ছিলেন দু’জন সিবিআই আধিকারিক এবং এক জন কেন্দ্রীয় জওয়ান।