বগটুই কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যু ঘিরে ক্রমেই ঘনাচ্ছে রহস্য। সিবিআই হেফাজতেই মৃত্যু হয় তাঁর। সিবিআই-এর দাবি, আত্মহত্যা। মৃত লালন শেখের পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। লালনের মৃত্যুতে CBI-কেই কাঠগড়ায় তুলছেন তাঁর স্ত্রী রেশমা বিবি । রেশমা বিবির অভিযোগ, CBI এর এক আধিকারিক লালনকে হেফাজতে খুনের হুমকি দিয়েছিলেন৷ লালনকে বগটুই নিয়ে গিয়ে তাঁর স্ত্রীকেও মারধর করা হয়েছিল। এমনকি ৫০ লাখের বিনিময়ে মামলা 'সেটল' করে দেবেন বলে ঘুষ ও চাওয়া হয় বলে অভিযোগ।
হঠাৎই তাঁকে স্বামীর মৃত্যুর খবর জানানো হয় বলে জানান রেশমা। CBI এর আধিকারিকদের নাম ধরে রেশমা অভিযোগ করেন তাঁকে হুমকি দিয়ে বলা হয়েছিল, ‘তোর জীবন শেষ করে দেব। তোর স্বামীকে আজ মারব। তোর ছেলেকেও উল্টো করে ঝুলিয়ে মারব।’ আমার সব শেষ হয়ে গেল।’’ CBI এর বিরুদ্ধে ইতিমধ্যেই অভিযোগ ও দায়ের করেছেন রেশমা
আরও পড়ুন : হার্ড ডিস্কে কী আছে? বগটুই তদন্তে নেমে হার্ড ডিস্ক খুঁজতে কেন মরিয়া CBI?
এদিকে, লালনের মৃত্যুতে সিবিআইয়ের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ক্যাম্প অফিসের সামনে বিক্ষোভে বসেন বগটুই গ্রামের লোকজন। বিক্ষোভে শামিল হন লালনের পরিবারের লোকেরাও।