শনিবার রাতে পূর্ব মধ্য বঙ্গোপসাগর এবং উত্তর বঙ্গোপসাগরে জন্ম নিয়েছে রেমাল। আর রবিবার ভোর থেকেই ঝড়খালিতে শুরু হল বৃষ্টি এবং তার সঙ্গে ঝড়ো হাওয়া। এতদিন পর্যন্ত জানা গিয়েছিল, সাগরদ্বীপ ও বাংলাদেশের খেপুপাড়ার মাঝে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড়। কিন্তু সামান্য অবস্থান পরিবর্তন করে বাংলাদেশের মংলা-তে ল্যান্ডফলের হতে পারে রেমালের।
আবহাওয়াবিদরা জানিয়েছেন, রবিবার রাত ১১টা থেকে ১টার মধ্যে ল্যান্ডফলের সম্ভাবনা রয়েছে। সেই সময় ঘূর্ণিঝড় রেমালের গতিবেগ হতে পারে ঘণ্টায় ১৩৫ কিলোমিটার। তবে সকাল থেকেই উপকূলবর্তী জেলাগুলিতে দুর্যোগ চলবে। দীঘা, বকখালি, মৌসুনী আইল্যান্ড সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
Read More- 'রেমাল'-এর ভাল ভিউ চাই, বকখালিতে সি-ফেসিং হোটেল রুমের হাই ডিমান্ড!
মৌসম ভবনের তরফে জানানো হয়েছে ১ মিটার পর্যন্ত সমুদ্রে জলোচ্ছ্বাস হতে পারে। পর্যটকদের সমুদ্রে নামার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতা, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হয়েছে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, উপকূলবর্তী এলাকার বাসিন্দারা যেন কোনও পাকা, উঁচু বাড়িতে আশ্রয় নেয়। গবাদি পশুদেরও অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। বেসরকারি মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থাগুলির সঙ্গেও আলোচনা হয়েছে বলে খবর।