দার্জিলিংয়ের পাতাবঙে ধসে মৃত্যু একজনের। বৃহস্পতিবার বিকেল থেকে টানা বৃষ্টির জেরে পাহাড়ের একাধিক এলাকার পরিবেশ খারাপ। বিজনবাড়ি, রঙ্গিত গ্রাম পঞ্চায়েতের পাতাবঙে ধস নামে। একটি বাড়ি ধুলিস্যাৎ হয়ে যায়। ধসে চাপা পড়ে মৃ্ত্যু হয় বাবুলাম রাই নামে এক ব্যক্তির।
খবর পেয়ে ঘটনাস্থলে যায় দমকলকর্মীরা। শুক্রবার সকালে মৃতদেহ উদ্ধার করে পুলিশ ও দমকল। দার্জিলিং ছাড়াও কার্শিয়াংয়ের ৫৫ নম্বর জাতীয় সড়কের উপর সেন্ট মেরি এলাকাতেও ধস পড়েছে। প্রশাসন সূত্রে খবর, বিপদগ্রস্ত বাড়িগুলি থেকে বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন: বসে গেল আপ লাইন, বনগাঁ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত, সমস্যায় নিত্যযাত্রীরা