শুরু হয়ে গিয়েছে চারদিনের ছট পুজো । কার্তিক শুক্লপক্ষের ষষ্ঠী তিথি থেকেই ছট উৎসব (Chhat Puja 2023) পালিত হয়। ইতিমধ্যেই রাজ্যজুড়ে পালিত হচ্ছে ছট উৎসব। ছট উপলক্ষে রবীন্দ্র সরোবর এবং সুভাষ সরোবরে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশ বাহিনী। লেকে পুজো দেওয়ার নিষেধাজ্ঞা রয়েছে। তবুও গতবছর অনেকেই লুকিয়ে পুজো দিয়েছেন, এবার আর ফাঁকফোকর রাখতে চাইছে না কলকাতা পুলিশ।
Chhat Puja 2023: রাজ্যজুড়ে পালিত হচ্ছে ছট উৎসব, এই পুজোর ইতিহাস জানেন?
এবছর যাতে কেউ নিষেধাজ্ঞা কেউ না ভাঙতে পারে, তাই দুই সরোবর প্রাচীরের মতো ঘিরে থাকবে বিরাট পুলিশবাহিনী। একজন করে ডিসি এবং তাঁর আন্ডারে মোতায়েন থাকবেন ২৫০ জন করে পুলিশ কর্মী। রাস্তায় থাকছেন ৩৫ জন ডিসি পদমর্যাদার পুলিশকর্তা। কলকাতার মোট ১৩৩টি গঙ্গার ঘাট, ছোট পুকুর, তৈরি হওয়া জলাধারে ছট পুজো অনুষ্ঠিত হবে, গঙ্গার ঘাটগুলিতেও মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ।