অবশেষে পাম অ্যাভিনিউয়ের বাড়ি ছাড়লেন বুদ্ধদেব ভট্টাচার্য। লাল পতাকায় মুড়ে তাঁর মরদেহ তোলা হল গাড়িতে। চারিদিক মুখরিত ইনকিলাব জিন্দাবাদ স্লোগানে। তাঁর মরদেহ পৌঁছল পিস ওয়ার্ল্ডের উদ্দেশে। নেপথ্যে বাজছে -দ্য ইন্টারন্যাশনাল।
‘জাগো জাগো জাগো সর্বহারা
অনশন বন্দী ক্রিতদাস
শ্রমিক দিয়াছে আজি সাড়া
উঠিয়াছে মুক্তির আশ্বাস।।’
বুদ্ধবাবুর সর্বক্ষণের কমরেড ছিলেন মীরা দেবী। গাড়ির পিছনে ছন্নছাড়া অবস্থায় চোখ মুছতে মুছতে এগিয়ে গেলেন তিনিও। শববাহী গাড়ির কাঁচ দিয়ে এতবছর পর প্রিয় কমরেডকে দেখলেন কর্মী সমর্থকেরা। কেউ কেউ ভেঙে পড়লেন কান্নায়। বৃহস্পতিবার পিস ওয়ার্ল্ডেই রাখা থাকবে বুদ্ধদেবের দেহ। শুক্রবার সকালে তাঁর দেহ নিয়ে যাওয়া হবে বিধানসভায়। এরপর দেহ নিয়ে আসা হবে মুজফফর আহমেদ ভবনে। দীনেশ মজুমদার ভবন নিয়ে যাওয়া হবে ৩.৩০-৩.৪৫ মিনিটে। সেখান থেকে দেহদানের জন্য পাঠানো হবে বুদ্ধবাবুর মরদেহ পাঠানো হবে নীলরতন হাসপাতালে। সেখানেই হবে দেহদান।