শনিবার পঞ্চায়েত নির্বাচন। ইতিমধ্যে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিয়েছে রাজ্য নির্বাচন কমিশনার। হাইকোর্টের নির্দেশে নিরাপত্তার জন্য রাখা হবে ৮২২ কোম্পানী কেন্দ্রীয় বাহিনী।
রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, পঞ্চায়েত ৭৩ হাজার ৮৮৭টি বুথের মধ্যে ৯০১৩ টি আসনে ভোট হবে না। অর্থাৎ ওই ১২ শতাংশ আসনে কোনও একটি রাজনৈতিক দল ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়ে গিয়েছে। বাকি বুথগুলিতে ভোট গ্রহণের জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।
নির্বাচন কমিশন প্রথমে রাজ্য পুলিশ দিয়ে পঞ্চায়েত নির্বাচন করার পরিকল্পনা করলেও পরে হাইকোর্টের নির্দেশে সব জেলায় কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর প্রস্তুতি নেয়। সেইমতো রজ্যের সব জেলায় কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে দেওয়া হয়েছে।
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বুধবার থেকেই বিভিন্ন এলাকায় রুট মার্চ শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সূত্রের খবর, বুথ অনুযায়ী বিভিন্ন এলাকায় কত বাহিনী রাখা হবে সেনিয়ে একটি তালিকাও প্রস্তুত করা হয়েছে।
অন্যদিকে শুক্রবার থেকেই রাজ্যের বিভিন্ন এলাকায় ভোট কর্মীদের পৌঁছে দেওয়ার কাজ শুরু হয়েছে। জেলায় জেলায় তৈরি করা DC RC থেকে ভোটের জন্য সরঞ্জাম নিয়ে গন্তব্যের উদ্দেশে রওনা দিয়েছেন ভোটকর্মীরা।