হেলিকপ্টার দুর্ঘটনায় প্রয়াত ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের মোমের পূর্ণাঙ্গ মূর্তি তৈরি করলেন আসানসোলের শিল্পী সুশান্ত রায়। সম্প্রতি আসানসোলের মহিশিলায় সুশান্ত গড়ে তুলেছেন ওয়াক্স মিউজিয়াম ও শিস মহল l শিল্পী জানান, প্রয়াত ভারতের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফের দেশাত্মবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়েই তিনি এই মোমের মূর্তি বানানোর কাজ শুরু করেছেন।
জানা গিয়েছে, সোমবার, স্বাধীনতা দিবসের দিন এই মূর্তিটি উন্মোচন করা হয়। সকালে মূর্তিটি দেখতে দূর দূরান্ত থেকে মানুষের ভিড় জমান এখানে। স্থানীয়দের কথায়, একেবারে নিখুঁতভাবে তৈরি হয়েছে মূর্তিটি। শিল্পীর কথায়, তাঁর এই মূর্তিটি বানানোর ইচ্ছে ছিল বহুদিন ধরেই। মূর্তিটি বানাতে প্রায় দু'মাস সময় লেগেছে। এই মূর্তির পোশাক নিয়ে আসা হয়েছে দিল্লি আর্মি ক্যাম্প থেকে।
আরও পড়ুন- Anubrata Mandol : হোম-যজ্ঞে অনুব্রত মঙ্গলকামনায় পুজো বীরভূমে
তাঁর সংগ্রহশালায় রয়েছে জ্যোতি বসু, মমতা বন্দ্যোপাধ্যায়, মারাদোনা, সচিন তেন্ডুলকর, বিরাট কোহলি, অমিতাভ বচ্চন, সৌমিত্র চট্টোপাধ্যায়, সুশান্ত সিং রাজপুত-সহ বিভিন্ন বিখ্যাত ব্যক্তিদের মূর্তি। কলকাতার একটি বেসরকারি সংগ্রহশালায় সুশান্তবাবুর তৈরি একাধিক বিশিষ্ট ব্যক্তিত্বের মোমের মূর্তি স্থান পেয়েছে।