নববর্ষ উপলক্ষে রাজ্যের উপকূলবর্তী অঞ্চলে প্রস্তুতি তুঙ্গে। দিঘা, মন্দারমণি, তাজপুরের সমুদ্রসৈকতে ভিড় করেছেন হাজারে হাজারে মানুষ। প্রস্তুত প্রশাসনও।
কোলাঘাট ১৬ নম্বর জাতীয় সড়ক থেকে শুরু করে দিঘা পর্যন্ত ১১৬বি নন্দকুমার দিঘা জাতীয় সড়কে সারাদিন সারারাত কড়া নিরাপত্তা ও নজরদারি থাকবে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশের।
সমুদ্র সৈকতে পর্যটকরা বিশেষ করে মহিলাদের কোনও রকম সমস্যার সম্মুখীন যাতে না হতে হয়, তার জন্য থাকছে মহিলা পুলিশের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত দল। তাছাড়াও, সমুদ্র সৈকতের বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ টহলদারি ভ্যান থাকবে।
পূর্ব মেদিনীপুর জেলার পুলিশের আশ্বাস ২৫ ডিসেম্বরের মতোই নতুন বছরকে স্বাগত জানাতে আসা পর্যটকরা সমুদ্রে সৈকতে কোনওরকম অপ্রীতিকর ঘটনার সম্মুখীন না হয়েই আনন্দ করে বাড়ি ফিরে সারা বছর ভাল কাটাবেন।