ইডির থেকে গ্রেফতারি এড়াতে অবশেষে আইনজীবী সঞ্জয় বসুকে বুধবার রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি ইন্দ্রপ্রসন্ন মুখোপাধ্যায় এবং বিচারপতি বিশ্বরূপ চৌধুরীর ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়।
জানানো হয়েছে, পরবর্তী নির্দেশ ছাড়া মামলকারী আইনজীবী সঞ্জয়ের বিরুদ্ধে আপাতত প্রায় কোনও পদক্ষেপ করতে পারবে না ইডি।
বুধবার সিজিও কমপ্লেক্সে সঞ্জয় বসুকে তলব করে ইডি। জিজ্ঞাসাবাদের পর তাঁকে গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই আশঙ্কা থেকেই মঙ্গলবার আদালতে গিয়েছিলেন এই আইনজীবী।
আরও পড়ুন - চাকরি না খেতে মুখ্যমন্ত্রীর অনুরোধ, ফের আদালতে বিকাশ ভট্টাচার্য
ভুয়ো অর্থলগ্নির সংস্থা মামলায় তদন্ত এগোতেই আইনজীবী সঞ্জয় বসুর বাড়ি হানা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার প্রতিনিধিরা। চলতি মাসের প্রথমদিনই সঞ্জয়ের আলিপুরের ফ্ল্যাটে ম্যারাথন তল্লাশি চালায় ইডি।