Laxmi Puja Bazar: লক্ষ্মী পুজোর বাজার 'লক্ষ্মীছাড়া', হাত পুড়ছে ফুল, ফল সবজির দামে, কীসের কত দর?

Updated : Oct 16, 2024 15:32
|
Editorji News Desk

বুধবার, কোজাগরী লক্ষ্মী পুজো। এই দিন বাঙালির বাড়িতে বাড়িতে পূজিত হন ধন সম্পদের দেবী লক্ষ্মী। দুর্গা পুজোর দশমীর তিন চার দিনের মাথাতেই লক্ষ্মী পুজো হয়। ঘটি এবং বাঙালদের মধ্যে লক্ষ্মীপুজোর নিয়ম কানুনের তফাৎ আছে নানান। সকাল সকাল বাজারে ভিড়। বাজারে গিয়ে হাত পুড়ছে মধ্যবিত্তের। আগুন ফল, মাছ, সবজি, ফুলের দাম। লক্ষ্মীপুজোর বাজারের ফর্দ বেশ লম্বা হয়। সেসব জোগাড় করতেই হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তকে। ফুল ফল, ধানের শিস, বেল আমশখা-সহ ফল, সবজিও, দশকর্মাও লাগে। এক নজরে দেখে নেওয়া যাক বাজারে ফল, সবজি, মাছ, ফুলের দাম কেমন যাচ্ছে। বর্ধমান, কৃষ্ণনগর, মুর্শিদাবাদ সহ বেশ কিছু বাজারের তথ্য সংগ্রহ করে দামের একটি গড় ধারণা রইল। 


ফলের দাম: 

লক্ষ্মীর ঘটে ডাব ছাড়া পুজো হয় না। এছাড়া নাড়ুতেও নারকেল লাগে। কিন্তু বাজারে ডাব এবং নারকেলে হাত ছোঁয়ানো যাচ্ছে না। ছোট মাপের ডাবের দাম যাচ্ছে ৪০ টাকা। নারকেলের দাম কোথায় ৬০ টাকা কোথাও ৮০ টাকা। ছোট হলে ৫০ টাকা। 


আপেল কেজিতে ১০০ থেকে ১৫০ টাকা। কমলালেবু প্রতি পিস বিক্রি হচ্ছে ১৫ থেকে ১৮ টাকায়। ন্যাসপাতির দাম ১৫০ টাকা কেজি। একেকটা কলার দাম যাচ্ছে ৮ টাকা।  ৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে পাণি ফল। বেদনা ২৫০ থেকে ২৮০ টাকা কেজি। শসা ৮০ টাকা কেজি। অর্থাৎ ৫ ফল কিনতেই মোটামুটি বাজেট ফেল করতে পারে মধ্যবিত্তের। 


সবজির দাম: 


ফলের মতোই চড়া সবজির দাম। উচ্ছের দাম যাচ্ছে ৮০ টাকা। সিম, পটল সবই কেজি প্রতি ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। টমেটো ১০০ টাকা কেজি। চন্দ্রমুখী আলু ৪০ টাকা কেজি। 


ফুলকপির একেকটার পিস ৩০ থেকে ৪০ টাকা। বেগুন ৮০ থেকে ১০০ টাকা কেজি। লংকা ২০০ থেকে ২৫০ টাকা প্রতি কেজি। গাজর ৮০ থেকে ১০০ টাকা কেজি, কুমড়ো প্রতি কেজি ৪০ টাকা, বরবটি ১০০ টাকা, ঝিঙে ৬০  টাকা৷ বর্ষার পরেও সবজি ফল ফুলের দাম কমার কোনও লক্ষণই নেই। 


মাছের বাজার: 


অনেক বাড়িতেই লক্ষ্মীকে মাছ ভোগ দেওয়ার রীতি রয়েছে। ১৬০০ থেকে ২০০০ টাকা দরে বিক্রি হচ্ছে পদ্মার ইলিশ। ৪০০ থেকে ৪৫০ টাকা কেজি দরে বিকোচ্ছে কাতলা মাছ. রুইয়ের দাম ২৮০ থেকে ৩০০ টাকা প্রতি কেজি। 


ফুলের বাজার: 


এবার পুজোর আগে লাগাতার বৃষ্টিতে ভেসেছে বাংলা। এখনও সেই ধারা অব্যাহত। রাজ্যের একাধিক জেলায় তৈরি হয়েছিল বন্যা পরিস্থিতি। নিম্নচাপের বৃষ্টি আর জলাধারের ছাড়া জল – জোড়া ফলায় পুজোর আগে ভেসে গিয়েছে একাধিক চাষের জমি। পচন ধরেছে পদ্ম ফুলেও। বন্যা পরিস্থিতি ও বৃষ্টির জেরে ক্ষতিগ্রস্ত হয়েছে পদ্ম চাষ। ফলন ভালো হয়নি পদ্মের। একটি পদ্মের দাম কোথাও ৫০ টাকা কোথাও বা ৬০ টাকা। যা প্রতিবছর ১৫ থেকে ২০ টাকা দরেই মেলে। 

 

উল্লেখ্য, বুধবার পূর্ণিমা লাগছে সন্ধে ৭টা ২৩ মিনিট নাগাদ । পূর্ণিমা তিথি থাকবে বৃহস্পতিবার বিকেল ৫টা ১৭ মিনিট পর্যন্ত । তাই, বুধবার সন্ধে সাড়ে সাতটার পরও পুজো করতে পারেন । আবার অনেকে বৃহস্পতিবার অর্থাৎ লক্ষ্মীবারে বিকেল ৫টার মধ্যে মায়ের আরাধনা করতে পারেন । 


দেবীকে ভোগ দেওয়ার নিয়মও একেক জায়গায় একএকরকম । পূর্ববঙ্গীয় বাঙালি পরিবারগুলিতে মা লক্ষ্মীকে আমিষ ভোগ দেওয়ার রীতি রয়েছে। বাঙাল বাড়িতে জোড়া ইলিশ দেওয়ার রীতি আছে । কিন্তু, তা বলে সব বাঙাল বাড়িতেই ক্ষেত্রে এনিয়ম প্রযোজ্য নয় । কোথাও আবার মাছের পাঁচ রকম পদও রান্না করা হয় । পশ্চিমবঙ্গীয় বহু পরিবারে খিচুড়ি, তরকারি, বা লুচি-সুজি ভোগ দেওয়ার নিয়ম আছে । 

Laxmi Puja

Recommended For You

editorji | লোকাল

West Bengal Weather Update: ডিসেম্বরে উধাও শীত, নিম্নচাপের জেরে সপ্তাহান্তে বৃষ্টি, বড়দিন কি মাটি?

editorji | লোকাল

West Bengal Weather Update: শীতের আমেজ কার্যত গায়েব, চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, বড়দিনের ছুটিতে বৃষ্টি?

editorji | লোকাল

Tarapith Mandir: তারাপীঠ মন্দির দর্শনের নতুন নিয়ম চালু, না জানলে বিপদে পড়বেন আপনি

editorji | লোকাল

Firhad Hakim: ফিরহাদের বিতর্কিত মন্তব্য! সমর্থন নয়, জানাল তৃণমূল কংগ্রেস

editorji | লোকাল

Krishnanagar Bori Gram : নদিয়ার বড়িগ্রাম, শীত এলে আজও গাঁয়ের মেয়ে-বউরা যত্ন করে বড়ি দেন