সন্দেশখালিতে মহিলাদের উপর অত্যাচার চালানোর ঘটনার প্রতিবাদে পথে নামল সিপিএম। জেলায় জেলায় বিক্ষোভ দেখায় তারা। কয়েকটি এলাকায় পুলিশের সঙ্গে সংঘাতেরও অভিযোগ উঠেছে। বিভিন্ন জেলাতে বামেদের সঙ্গে কংগ্রেসও বিক্ষোভে সামিল হয়েছিল। অন্যদিকে পুলিশকে লক্ষ্য করেও ইট ছোড়ারও পাল্টা অভিযোগ করা হয়েছে প্রতিবাদীদের বিরুদ্ধে।
কোথায় কোথায় বিক্ষোভ দেখানো হয়?
মেদিনীপুর, বারুইপুর, বহরমপুরে বাম বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে। একাধিক এলাকায় টায়ার পুড়িয়ে বিক্ষোভ দেখানো হয়। এদিকে সন্দেশখালির ঘটনার প্রতিবাদে কলকাতায় মিছিল করেন কামদুনির প্রতিবাদী মৌসুমী কয়াল ও টুম্পা কয়াল। এছাড়াও সেখানে ছিলেন রুদ্রনীল ঘোষ এবং সমীর আইচ।
মঙ্গলবার পুলিশ সুপার অফিস ঘেরাও অভিযান করে BJP। যার নেতৃত্ব দেয় BJP-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই কর্মসূচিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট। টায়ার পুরিয়ে রাস্তা অবরোধ করা হয়। অন্যদিকে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জেরও অভিযোগ তোলা হয়েছে।