তৃণমূলের একসময় দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত মণ্ডলের এলাকায় এবার ২টি গ্রাম পঞ্চায়েত দখল করল বাম কংগ্রেস জোট। ওই দুটি পঞ্চায়েত হল বারা ১ এবং বারা ২।
জানা গিয়েছে বারা ১ পঞ্চায়েতের মোট ২২ টি আসন ছিল। তারমধ্যে ১২টি আসনে জয়ী হয়েছেন জোট প্রার্থীরা। অপরদিকে বারা ২ গ্রাম পঞ্চায়েতের ১৭টি আসনের মধ্যে ১৪টি আসনই জোট প্রার্থীদের দখলে গেছে।
উল্লেখ্য ১১ অগাস্ট গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। বর্তমানে তিনি তিহার জেলে বন্দি রয়েছেন। তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলকেও গ্রেফতার করা হয়েছে। তিনিও রয়েছে তিহার জেলেই। প্রায় এক বছর ধরে জেলার বাইরে থাকায় তৃণমূলের শক্তিক্ষয় হয়েছে বলে মনে করছে বাম-কংগ্রেস নেতৃত্ব।