রাজ্যের আসন্ন উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করল বামফ্রন্ট। বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে সিপিএমের (CPM) টিকিটে লড়বেন সায়রা শাহ হালিম। আসানসোল লোকসভায় (Asansol) সিপিএমের প্রার্থী পার্থ মুখোপাধ্যায়।
সায়রা শাহ আলিম সম্পর্কে সিপিএম নেতা ফুয়াদ হালিমের স্ত্রী। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বালিগঞ্জ কেন্দ্রেই লড়েছিলেন ফুয়াদ। এবার তাঁর স্ত্রীকে টিকিট দিল দল। এলাকায় সমাজসেবামূলক কাজ করেন সায়রা।
আরও পড়ুন, Mamata-Suvendu: এই প্রথম মমতা-শুভেন্দুর টক্করে সরগরম বিধানসভা, বিজেপির ওয়াক-আউট
পার্থ মুখোপাধ্যায় পশ্চিম বর্ধমানের বাম রাজনীতির পরিচিত মুখ। সিপিএমের ছাত্র সংগঠন এসএফআই-এর গুরুত্বপূর্ণ নেতা ছিলেন তিনি।
বালিগঞ্জ এবং আসানসোল দুই এলাকাতেই বামেরা দুর্বল। হাল ফেরাতে নতুন মুখের উপরেই ভরসা রাখল সিপিএম।