রাজ্যে সাগরদিঘি মডেল অব্যাহত। মুর্শিদাবাদে উপনির্বাচন জয়ের পর এবার পূর্ব মেদিনীপুরের হলদিয়াতেও হিট হয়ে গেল এই মডেল। বন্দরের নির্বাচনে জোট করে লড়াই করে তৃণমূলকে হারিয়ে দিল বাম-কংগ্রেস। উল্লেখযোগ্য ভাবে এই নির্বাচনে খাতাই খুলতে পারেনি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় বিপর্যস্ত বিজেপিও। ১৯ আসনে একচেটিয়া ভাবে জয়ী জোট।
শুক্রবার ভোট শেষ হয়েছিল। শনিবার ছিল গণনা। ফল প্রকাশ হতেই দেখা যায় ১৯টি আসনেই বিপুল ভোটে জয়লাভ করেছেন জোটের প্রার্থীরা। শ্রমিক নেতা বিমান কুমার মিস্ত্রী জানান, সাগরদিঘি মডেলকে কাজে লাগিয়েই তৃণমূল এবং বিজেপি বিরোধী গোষ্ঠী একজোট হয়ে লড়াই চালিয়েছেন। তার ফলও পেয়েছেন।
প্রতি দু বছর এখানে ভোট হয়। শেষবার এখানে জিতেছিল তৃণমূলের শ্রমিক সংগঠন। এবার ১৯ আসনে প্রার্থীর সংখ্যা ছিল ৫৮ জন। চারটি রাজনৈতিক দলের শ্রমিক সংগঠন এই ভোটে লড়াই করেছিল।