রাজ্যের (West Bengal) ১০৮টি পুরসভা নির্বাচনে (Civuc Poll) চারিদিকে সবুজ ঝড়। তার মধ্যপই কিছুটা উলটপুরাণ নদীয়ার তাহরেপুরে (Taherpur)। তাহেরপুর পুরসভা বামেদের দখলে। ১৩টি আসনের মধ্যে ৮টি-তে জয় ছিনিয়ে নিয়েছে বামেরা। অন্যদিকে, ৫ টি আসনে জয় ছিনিয়ে নিয়েছে তৃণমূল (TMC)। বিজেপি (BJP) কোনও আসন পায়নি।
আরও পড়ুন : Municipal Election 2022: পুরভোটে বিরোধী শূন্য বীরভূম, দোলের আগেই সবুজ আবির
তাহেরপুর পুরসভায় ২০১৫ সালেও জয়ী হয়েছিল সিপিএম (CPM)। এরপর ক্রমশ কমতে থাকে বাম ভোট। রাজ্যে একের পর এক নির্বাচনে হারতে থাকে সিপিএম। কিন্তু তাহেরপুরে মাটি কামড়ে পড়ে ছিলেন স্থানীয় বাম কর্মীরা। বড় কোনও মুখ না থাকলেও সাংগঠনিক শক্তিতেই এল জয়, বলছেন নদীয়ার বাম নেতারা।