গত মঙ্গলবার কলকাতায় মৃত্যু- (Singer KK died in Kolkata) হয়েছে বলিউডের প্রখ্যাত সঙ্গীতশিল্পী কৃষ্ণকুমার কুন্নাথ ওরফে কেকে'র। তাঁর মৃত্যুর আগে করা নজরুল মঞ্চের (KK last show at Nazrul Mancha) শো'টি নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তুঙ্গে উঠেছে। সেই বিতর্কের আবহেই এবার কলকাতার পুলিশ কমিশনার, গুরুদাস কলেজের অধ্যক্ষ এবং নজরুল মঞ্চ কর্তৃপক্ষকে আইনি চিঠি (Legal notice) দিলেন আইনজীবী সৌম্যশুভ্র রায়। তাঁর দাবি, কেকে'র মৃত্যুর আসল কারণ খুঁজতে যথাযথ পদক্ষেপ চাই পুলিশের। তিনি বলেন, 'আন্তর্জাতিক তারকা কেকে মৃত্যুর (Singer KK died) জন্য দায়ী অবহেলা, দায়িত্বজ্ঞানহীন মানসিকতা। পুলিশ,প্রশাসন, নজরুল মঞ্চ কর্তৃপক্ষ, গুরুদাস কলেজ কর্তৃপক্ষ প্রত্যেককে অবহেলার জন্য দায়ী।'
আরও পড়ুন: কেকে-র মৃত্যুতে দুঃখপ্রকাশ রূপঙ্করের, লাইভে তাঁর বক্তব্য বোঝাতে পারেননি, জানালেন শিল্পী
কেকে'র মৃত্যুর (Singer KK died in Kolkata) সত্য উন্মোচনের জন্য যথাযথ পদক্ষেপের আবেদন করা হয়েছে লিগ্যাল নোটিসে। তাঁর মৃত্যুর জন্য দায়বদ্ধ যাঁরা, তাঁদের চিহ্নিতকরণের আবেদন করা হয়েছে সেই নোটিসে। নোটিস পাওয়ার পর এই বিষয়ে পদক্ষেপ না হলে এরপর আইনি পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি। প্রয়োজনে জনস্বার্থ মামলা দায়েরের হুঁশিয়ারিও রয়েছে সেই আইনি নোটিসে।
মঙ্গলবার রাতে নজরুল মঞ্চে অনুষ্ঠান চলাকালীন কেকে বার বার ঘাম মুছছিলেন, এসি চালানোর কথা বলছিলেন বলে বিভিন্ন সংবাদমাধ্যমে প্রচারিত খবরের প্রসঙ্গও উল্লেখ করেন সৌম্য। তিনি বলেন, "কেকে'র স্বাভাবিক মৃত্যু হয়েছে না কি কারও অবহেলা বা গাফিলতি ছিল, তা উঠে আসুক। আগামিদিনে যাতে এই ধরনের কোনও অনুষ্ঠানে পুলিশ-প্রশাসন সদর্থক ভূমিকা নেয় সেই কারণেই আদালতে মামলা দায়ের করতে চলেছি।"