এবার চিতাবাঘ মিলল পুরুলিয়াতে (Leopard in purulia)! পুরুলিয়া বনবিভাগের কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জঙ্গলে বনদফতরের ট্র্যাপ ক্যামেরায় ধরা পড়েছে চিতাবাঘের ছবি।
গত ২২ ফেব্রুয়ারি ট্র্যাপ ক্যামেরায় ওই চিতাবাঘ (Leopard) ধরা দেওয়ার পর পুরুলিয়া বনবিভাগ (Purulia Forest) বাংলা-ঝাড়খণ্ডের জঙ্গল নিয়ে নানা তথ্য সংগ্রহ করে ওই বন্যপ্রাণের ছবি-সহ অরণ্য ভবনে রিপোর্ট করেছে।
আরও পড়ুন: দেশ ছেড়েছেন কয়েক লক্ষ মহিলা ও শিশু, পাচারকারীদের হাত থেকে তাদের বাঁচাতে মরিয়া প্রশাসন
তারপরেই ওই জঙ্গল ২৪ ঘন্টা নজরদারির মধ্য দিয়ে পুরুলিয়া বন বিভাগকে ধারাবাহিকভাবে চিতাবাঘটির (Leopard) ব্যাপারে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে রাজ্য বনবিভাগের বন্যপ্রাণ শাখা। বন দফতর গভীর জঙ্গলে যাতায়াত করতে নিষেধ করেছে এলাকাবাসীদের ।
প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ জুন কোটশিলা বনাঞ্চলের টাটুয়াড়ায় লোকালয়ে চলে আসা চিতাবাঘকে মেরে গাছে ঝুলিয়ে দিয়েছিলেন এলাকাবাসীরা ।
তারপর থেকে বিগত বছর দু’য়েক ধরে পুরুলিয়ার (Leopard in Purulia forest) এই কোটশিলা বনাঞ্চলের সিমনি বিটের জাবর, তহদ্রি, হরতান, সিমনি কাড়িয়রের বনাঞ্চলে একের পর এক গবাদি পশু প্রায় হঠাৎ করেই নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। টানা ২ বছর ধরে এরকম ঘটে যাওয়ার পর ক্যামেরায় চিতাবাঘের ছবি দেখে বন দফতর নিশ্চিত হয়েছে, এই বন্যপ্রাণের স্থায়ী বাসস্থানই হয়ে গিয়েছে সিমনি বিটের ওই জঙ্গল। যদিও কেউ ওই চিতাবাঘকে দেখেনি বলে দাবি ।