শ্রী শ্রী মা সারদার (Maa Sarada) জন্মতিথি উপলক্ষে সেজে উঠেছে জয়রামবাটি। করোনা সংক্রান্ত যাবতীয় বিধিনিষেধ মেনেই চলছে মাতৃস্মরণ।
শ্রীশ্রী মা সারদার ১৬৯-তম জন্মতিথি আজ, রবিবার৷ ভোর থেকে মঙ্গলারতির মধ্যে দিয়ে মায়ের জন্মতিথি পালন শুরু হয়েছে৷ দিনভর পূজা, ভোগ ও সন্ধ্যায় আরতি, ভক্তিগীতি ও বিভিন্ন রচনা থেকে পাঠ করা হবে।
West Bengal News: বাড়ি লিখে দেওয়ার জন্য চাপ, ঠাকুমাকে তাড়াল নাতি
একদম সকাল থেকেই ভক্ত সমাগম জয়রামবাটি (Joyrambati) মাতৃমন্দিরে। সকাল থেকেই নানান অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হচ্ছে এই বিশেষ দিনটি। ভোরে মঙ্গলারতির মধ্য দিয়ে শুরু হয়। দিনভর বিশেষ পুজো, ভোগ, বেদপাঠ, মায়ের কথা সহ নানান কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে জন্মতিথি উৎসব। সকাল থেকে দর্শন পেতে হাজির হয়েছেন ভক্তরা। কোভিড বিধি পালনেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে মাতৃমন্দির কর্তৃপক্ষের তরফে। সীমিত সময়ের জন্য প্রবেশ এবং সীমিত সময়ের মধ্যে দর্শন ও প্রণাম সারতে পারবেন ভক্তরা৷