কথায় আছে, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর (Gangasagar) একবার।
কিন্তু গঙ্গাসাগরকে দুয়োরানি করে রেখেছে কেন্দ্র (Center)। মঙ্গলবার গঙ্গাসাগরে এই অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)।
তাঁর দাবি, গঙ্গাসাগর মেলা আয়োজনে কেন্দ্রীয় সাহায্য চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে (Narendra Modi) বার বার চিঠি দিয়েছেন তিনি। তাঁর দাবি, কেন্দ্রের তরফে এখনও এই ব্যাপারে এখনও পর্যন্ত কোনও উত্তর আসেনি।
আরও পড়ুন : Gangasagar Mela: প্রস্তুতি খতিয়ে দেখতে আজই গঙ্গাসাগরে মমতা, বিকেলে পুজোও দেবেন
প্রয়াগরাজে কুম্ভ যদি দেশের এক নম্বর মেলা নয়, মুখ্যমন্ত্রীর দাবি বাংলার গঙ্গাসাগর দু নম্বর। কুম্ভ মেলায় তবুও রেল-সড়ক যোগাযোগ আছে। কিন্তু গঙ্গাসাগরে
আসতে হলে ভরসা শুধু মাত্র জলপথ। মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেন্দ্রীয় সাহায্যে সংগঠিত হয় কুম্ভ মেলা। গঙ্গাসাগর কেন্দ্রের কাছে এখনও দুয়োরানি।
তিনদিনের সফরে মঙ্গলবার গঙ্গাসাগরে গিয়েছেন মুখ্যমন্ত্রী। বুধবার এখানে তিনি প্রশাসনিক বৈঠক করবেন। এদিন মমতা বলেন, ‘কোভিড বিধি মেনেই হবে
গঙ্গাসাগর মেলা। মেলাকে কেন্দ্র করে অপ্রতিকর পরিস্থিতি এড়াতে এবারও কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।’ রাজ্যের উপড় দিয়ে সাম্প্রতিক সময়ে বয়ে গিয়েছে
বেশ কয়েকটি ঘূর্ণিঝড়। তা মোকাবিলা করে আবার ঘুরে দাঁড়িয়েছে গঙ্গাসাগর। এদিন মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ক্ষয়ক্ষতি মোকাবিলায় দ্রুত পদক্ষেপ করেছে রাজ্য
সরকার।
এই বছরের ১৪ জানুয়ারি থেকে শুরু হবে গঙ্গাসগর মেলা।