দেশজুড়ে উদ্বেগ বাড়াচ্ছে কোভিডের নয়া প্রজাতি ওমিক্রন(Omicron) । পশ্চিমবঙ্গেও(West Bengal) একটু একটু করে বাড়ছে ওমিক্রন আক্রান্তের সংখ্যা । সেইসঙ্গে, রাজ্যের উর্ধ্বমুখী কোভিড গ্রাফও চিন্তা বাড়াচ্ছে । এই পরিস্থিতিতে নতুন চিকিৎসাবিধি জারি করল রাজ্য স্বাস্থ্য দফতর(Health Department) । এই চিকিৎসাবিধির মধ্যে রয়েছে মনোক্লোনাল অ্যান্টিবডি থেরাপি, যাকে বলা হয় ককটেল থেরাপি(Cocktail Therapy) ।
শুধু ককটেল থেরাপি নয়, মলনুপিরাভির(Molnupiravir) ওষুধকেও নতুন চিকিৎসাবিধির তালিকায় রেখেছে রাজ্য স্বাস্থ্য দফতর । নির্দেশিকায় বলা হয়েছে, ঝুঁকিপূর্ণ রোগীদের ক্ষেত্রে এই চিকিৎসা পদ্ধতি ব্যবহার করতে হবে । এই পদ্ধতি অনেক খরচসাপেক্ষ । রাজ্যে বেসরকারি হাসপাতালগুলিতে এই ধরনের চিকিৎসা পদ্ধতি ব্যবহার করা হয় । সম্প্রতি, সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) চিকিৎসায় ব্যবহার করা হয়েছে ককটেল থেরাপি ।
আরও পড়ুন, Coronavirus: ৮০ শতাংশ করোনা আক্রান্তই উপসর্গহীন, সেফ হোম চালু করছে পুরসভা, জানালেন মেয়র
নতুন চিকিৎসা পদ্ধতিতে বেশ কিছু পরামর্শ দেওয়া হয়েছে । মূলত, উপসর্গহীন রোগী, লক্ষণবিহীন কোমর্বিড রোগী এবং মৃদু উপর্সগযুক্ত রোগী- এই তিনধরনের রোগীকে চিহ্নিত করতে বলা হয়েছে । এই রোগীদের বাড়িতে বা সেফ হোমে আইসোলেশনে রেখেই চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে । তবে, জ্বর বা প্রচন্ড শ্বাসকষ্ট থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগীকে হাসপাতালে এইচডিইউ বা আইসিইউ-তে ভর্তি করাতে হবে ।