আন্তর্জাতিক কলকাতা বইমেলার (International Kolkata Book Fair) নতুন দিনক্ষণ ঘোষণা করল গিল্ড । ৩১ জানুয়ারি নয়, এবছর বইমেলা শুরু হচ্ছে ২৮ ফেব্রুয়ারি । করোনা (Corona) আবহ ও পুরভোটের জন্য আরও একমাস পিছিয়ে দেওয়া হয়েছে বইমেলা । মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনাক্রমে এই সিদ্ধান্ত নিয়েছে পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড ।
করোনা আবহে মেলা করার অনুমতি দিয়েছে রাজ্য সরকার । তবে, চার পুরসভার ভোট পিছিয়ে যাওয়ায় সমস্যা তৈরি হয় । ২২ জানুয়ারির বদলে ১২ ফেব্রুয়ারি হচ্ছে চার পুরসভার ভোট । তার মধ্যে বিধাননগরও রয়েছে । সেক্ষেত্রে ৩১ জানুয়ারি বইমেলা শুরু হলে একাধিক সমস্যা তৈরি হতে পারে । তাই নবান্নে চিঠি দিয়ে মেলা পিছিয়ে দেওয়ার আর্জি জানিয়েছিল গিল্ড । এই নিয়ে নবান্নে দফায় দফায় আলোচনাও হয় । অবশেষে, মেলার জন্য ২৮ ফেব্রুয়ারি তারিখটা বেছে নেওয়া হয়েছে । এমনটাই জানিয়েছেন, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ডের সাধারণ সম্পাদক ত্রিদিব চট্টোপাধ্যায় ।
আরও পড়ুন, Kolkata Metro : করোনা আবহে মানুষকে সচেতন করতে হাজির উত্তমকুমার-সন্তোষ দত্ত, অভিনব উদ্যোগ মেট্রোর
করোনা বিধি মেনেই এবার ৪৫তম আন্তর্জাতিক বইমেলার আয়োজন করা হচ্ছে । করোনা আবহে বইমেলা হবে কি না, এই নিয়ে সংশয় তৈরি হয়েছিল । তবে রাজ্য সরকার মেলার ক্ষেত্রে ছাড় দেওয়ায় কিছুটা নিশ্চিত হওয়া গিয়েছিল । এদিকে, সোমবার মেলার নতুন দিনক্ষণ ঘোষণা হতেই খুশি বইপ্রেমীরা ।