বড়দিন ও নতুন বছরের মরসুমে মদ(Liquor) বিক্রিতে রেকর্ড গড়ল রাজ্য(West Bengal) । আফগারি দফতরের হিসাব অনুযায়ী, ২৪ ডিসেম্বর থেকে ১ জানুয়ারি প্রতিদিন গড়ে ৭০ থেকে ৭৫ কোটি টাকার মদ বিক্রি হয়েছে । এই ৯ দিনের মধ্যে সবথেকে বেশি বিক্রি হয়েছে ২৫ ও ২৬ ডিসেম্বর ।
সাধারণত পুজোর সময় মদ বিক্রির পরিমাণ বেশি থাকে । গত বছর পুজোর সময় রাজ্যে রেকর্ড পরিমাণ মদ বিক্রি হয়েছিল । কিন্তু, এবার সেই হিসেবকেও ছাপিয়ে গেল বড়দিন ও বর্ষবরণের উৎসব । আফগারি দফতর সূত্রের খবর, ৯ দিনে বিভিন্ন পানশালা ও রেস্তরাঁয় মোট ৬৫০ কোটি টাকার খাবার ও মদ বিক্রি হয়েছে ।
রেকর্ড পরিমাণ মদ বিক্রিতে ভাল আয়ও হয়েছে রাজ্যের । পরিসংখ্যান বলছে, গতবারের তুলনায় লাভের অঙ্কও অনেকটাই বেড়েছে । তাছাড়া, গত বছরের তুলনায় মদের বিক্রিও বেড়েছে প্রায় ৪৭ শতাংশ ।