করোনা নিয়ে বিধিনিষেধ জারি হোক। তবে তা যেন বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই করা হয়। রাজনৈতিক সিদ্ধান্ত যেন না হয়। এমনই মন্তব্য করলেন বিজেপির (BJP) সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (Dilip Ghosh)।
রবিবার দু'দিনের ত্রিপুরা (Tripura) সফরে যাচ্ছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তা নিয়েও কটাক্ষ করেছেন দিলীন।
দিলীপ ঘোষকে পাল্টা কটাক্ষ ফিরিয়ে দিয়েছে শাসকদল তৃণমূল কংগ্রেস (TMC)। দমদমের সাংসদ সৌগত রায়ের (Sougato Roy) মন্তব্য, দিলীপবাবু হেরে যাওয়া দলের নেতা। তাঁর এত কথা বলা ঠিক নয়।
আরও পড়ুন: Covid-19 Lockdown, PM Modi: এখনই লকডাউন নয়, স্পষ্ট ইঙ্গিত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর