শিলিগুড়ি পুরসভা নির্বাচনের (Siliguri corporation) আগে অক্সিজেন পেল তৃণমূল কংগ্রেস (TMC)। বিমল গুরুংপন্থী (Bimal Gurung) গোর্খা জনমুক্তি মোর্চার নেতা রোশন গিরি জানিয়ে দিলেন, তাঁরা রাজ্যের শাসকদলকে সমর্থন করবেন।
শিলিগুড়ি পুরনিগমে নেপালিভাষী ভোটার অনেকে। আসন্ন ভোটে সেখানে রাজ্যের শাসকদলকে সমর্থন করবে গোর্খা জনমুক্তি মোর্চা। বুধবার মোর্চার সাধারণ সম্পাদক রোশন গিরি এ কথা জানিয়েছেন।
আরও পড়ুন: Coronavirus: করোনা বিধি উড়িয়ে বিধাননগরের ভোটপ্রচার শাসকদলের প্রার্থীর
রোশন বলেন, ‘‘শিলিগুড়ি পুরনিগম নির্বাচনে ৪৭টি ওয়ার্ডেই আমরা তৃণমূলকে সমর্থন করছি।’’ সমর্থনের পাশাপাশি তৃণমূলের পক্ষে ভোট দেওয়ার জন্য শিলিগুড়িবাসীর কাছে আবেদনও জানিয়েছেন তিনি।
পাহাড়ে গোর্খা জনমুক্তি মোর্চার সমর্থন এর আগে একাধিক নির্বাচনে পেয়েছে বিজেপি। যদিও বিধানসভা নির্বাচনের আগে পরিস্থিতি বদলে যায়। বিধানসভা নির্বাচনে মোর্চার একটি অংশ সমর্থন জানিয়েছিল তৃণমূলকে।
পুরভোটে বিজেপি-র সঙ্গে কেন জোট নয়, সে প্রসঙ্গে রোশন বুধবার বলেন, ‘‘বিজেপি মিথ্যার রাজনীতি করে। বিজেপি পাহাড়বাসীকে গত ১০ থেকে ১১ বছর ধরে অন্ধকারে রেখেছে। শুধু মিথ্যা আশ্বাস দিয়েছে।’’
পাহাড়ের পুরসভাগুলির নির্বাচনে তাঁরা মোর্চার নামেই প্রার্থী দেবেন বলে জানিয়েছেন রোশন।