শিলিগুড়ির বেঙ্গল সাফারি পার্কে সিংহীর নাম রাখা হয়েছে সীতা। আপত্তি জানিয়ে এবার কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের দ্বারস্থ বিশ্ব হিন্দু পরিষদ।
জানা গিয়েছে, গত ১২ ফেব্রুয়ারি ত্রিপুরার বিশালগড়ের সিপাহিজালা জুওলজিকাল পার্ক থেকে এক সিংহ জুড়িকে রাজ্যে আনা হয়। বেঙ্গল সাফারিতে রাখা হয় তাদের। অভিযোগ, সাফারি পার্কে আসার পরে সিংহের নাম রাখা হয়েছে 'সীতা'। আর সিংহের নাম রাখা হয়েছে 'আকবর'।
আরও পড়ুন: দিদি নম্বর ১-এর সেটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়! রবিবার নিরাপত্তা সংক্রান্ত বৈঠক
এই নিয়ে তীব্র আপত্তি জানিয়েছে, বিশ্ব হিন্দু পরিষদের সদস্যরা। মামলাকারীদের আইনজীবী শুভঙ্কর দত্তের দাবি, ত্রিপুরা থেকে আসা সিংহ ও সিংহীর সরকারি নথিতে কোনও নাম উল্লেখ করা ছিল না। শুধুমাত্র মেল ও ফিমেল আইডি নম্বর রাখা ছিল। শিলিগুড়িতে আসার পরই নামকরণ করা হয়েছে।