মদের দাম বাড়ছে । অগস্টের ১৬ তারিখই মদের দাম বৃদ্ধির ঘোষণা করেছিল রাজ্যের আবগারি দফতর । পুজোর বাজারে ইতিমধ্যেই বর্ধিত দামের মদ ঢুকতে শুরু করে দিয়েছে । কিন্তু, জানেন কি মদ কিন্তু আপনি পুরনো দামেই কিনতে পারবেন । ভাবছেন কীভাবে ? চলুন জেনে নেওয়া যাক
বিভিন্ন রিপোর্টে দাবি করা হয়েছে, ১৬ অগস্টের আগেই বহু খুচরো বিক্রেতা ও বিভিন্ন দোকান পুরনো দামের মদ স্টক করে রেখেছিলেন । সেক্ষেত্রে পুরনো মজুতের মদ আগের দামেই কেনা যাবে । যতক্ষণ না পর্যন্ত পুরনো স্টক শেষ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত বর্ধিত দামের মদ বিক্রি করা হবে না ।
মদের দাম কতটা বেড়েছে ?
বিয়ারের দাম বাড়ছে বোতল প্রতি ২০ থেকে ৪০ টাকা । দেশি মদের বোতলের দাম বাড়ছে ৫ টাকা করে । দেশে তৈরি বিদেশি মদের দাম ১০-৪০ টাকা করে বাড়ছে । জানা গিয়েছে, ৭৫০ এমএল বোতলের দাম ৩০ টাকা, ৩৭৫ এমএল বোতলের দাম ২০ টাকা ও ১৮০ এমএল এর বোতলের দাম ১০ টাকা করে বাড়তে পারে । কোনও কোনও ক্ষেত্রে দাম ১০০ টাকা মতো বাড়তে পারে । এছাড়া, আমদানিকৃত বিদেশি মদের দাম বাড়ছে ৫০-২০০০ টাকা পর্যন্ত ।
জানা গিয়েছে, বিভিন্ন ব্র্যান্ডের মদ পুরনো দামে আরও অন্তত এক সপ্তাহ পাওয়া যাবে । আবার তুলনামূলক সস্তা ব্র্যান্ডের বিয়ার বা দেশে তৈরি বিদেশি মদ আরও এক মাস পুরনো দামে পাওয়া যাবে ।
পুজোয় মদের দোকান কতদিন বন্ধ ?
জানা গিয়েছে, পুজোতে প্রতিদিনই খোলা থাকছে মদের দোকান। কোনও ড্রাই ডে থাকবে না । রাজ্যের আবগারি দফতর সূত্রে এমনটাই জানা গিয়েছে ।
উল্লেখ্য, প্রতি বছরই বাজেটের পর নেশার সামগ্রীর দাম বাড়ে। তালিকায় থাকে মদও। এবারও দেশে তৈরি বিদেশি মদ ও বিয়ারের দাম বাড়াতে চেয়ে আবগারি দফতরের কাছে যায় মদ প্রস্তুতকারক সংস্থাগুলি। এদিকে মদের উপর শুল্ক বাড়াতে চাইছে আবগারি দফতর। রাজ্য আবগারি দফতর সূত্রে খবর, জুলাই মাসে মদের দাম বাড়ানো নিয়ে বৈঠকও হয় । সেখানেই দাম বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত হয়েছে বলে জানা গিয়েছে ।
গত অর্থবর্ষে মদ বিক্রিতে রেকর্ড আয় করেছিল রাজ্য। সূত্রের দাবি, মদ ও বিয়ার বিক্রি করে প্রায় ১৮ হাজার কোটি টাকা আয় করেছিল রাজ্য সরকার । এবার মদের দাম বাড়লে সরকারের সেই আয় বেড়ে ২০ হাজার কোটি হতে পারে বলে জানা গিয়েছে ।