বেলা গড়িয়ে দুপুর হয়ে গেল, কিন্তু পুরুলিয়ায় আদ্রা শাখায় কুস্তাউর রেল স্টেশনে অবরোধ এখনও অব্য়াহত। যার জেরে মঙ্গলবার সকালের পর ওই শাখায় একাধিক ট্রেন বাতিল করল দক্ষিণ-পূর্ব রেল। রেল সূত্রে খবর, বেশ কিছু ট্রেনের গতিপথ বদলানো হয়েছে। ছোট করা হয়েছে কয়েকটি ট্রেনের রুটও। সেই ট্রেনগুলির মধ্যে যেমন আছে টাটা শাখার ট্রেন। তেমন আছে, হাওড়া ও আসানসোল শাখার ট্রেনও।
দক্ষিণ-পূর্ব রেল সূত্রে খবর, সারাদিনের মতো ১৫টি ট্রেন বাতিল করা হয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য় টাটা থেকে হাওড়ার দিকে আসা স্টিল এক্সপ্রেস। রুট ছোট করা হয়েছে সাঁতরাগাছি-পুরুলিয়া আদ্রা এক্সপ্রেসের। অবরোধ এড়িয়ে ঘুরপথে নিয়ে যাওয়া হবে, হাওড়া-চক্রধরপুর এক্সপ্রেসকে। তবে দক্ষিণ-পূর্ব রেল সূত্রে জানানো হয়েছে, এদিন যত ট্রেন বাতিল করা হয়েছে, তার বেশির ভাগটাই ঝাড়খণ্ডের ট্রেন।
মঙ্গলবার সকাল থেকেই কুড়মি জাতিকে তপশিলি উপজাতি হিসেবে তালিকাভুক্ত করা, কুড়মালি ভাষাকে সংবিধানের অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করা, সারণা ধর্মের কোড চালু করার দাবিতে অনির্দিষ্টকালের জন্য রেল অবরোধ কর্মসূচি পালন করছে আদিবাসী কুড়মি সমাজ । কুড়মালি ভাষায় এই কর্মসূচির নাম দেওয়া হয়েছে "রেল টেকা ও ডহর ছেঁকা" ।