গড়ফায় টিভি অভিনেত্রী পল্লবী দে মৃত্যুরহস্যে(Actress Pallavi Dey Unnatural Death) নয়া মোড়। ডিপ্রেশনে ভুগছিলেন পল্লবী। নতুন কোনও কাজ আসছিল না পল্লবীর কাছে। দাবি লিভ ইন পার্টনার সাগ্নিক চক্রবর্তীর।
শুধু তাই নয়, সাগ্নিকের আরও দাবি, ধারে সোনার গয়না(Gold) কিনেছিলেন পল্লবী। ঋণের ইএমআই শোধ করা নিয়ে ডিপ্রেশন ছিল তাঁর।
আরও পড়ুন- Television Actress Death in Garfa: আত্মহত্য়া করেছেন অভিনেত্রী, ইঙ্গিত ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে
ইতিমধ্যেই গড়ফায় গাঙ্গুলিপুকুর গেছে কলকাতা পুলিশের(Kolkata Police) ফরেন্সিক দল। এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের করেনি অভিনেত্রীর পরিবার। ফলে লিখিত অভিযোগ না পেলে পরবর্তী তদন্ত এগোনো সম্ভব নয়, জানাল পুলিশ(Garfa Police Station)।
রবিবার মৃত অভিনেত্রীর লিভ-ইন সঙ্গীকে গ়ড়ফা থানায়(Garfa Police Station) ডেকে টানা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। রবিবার সন্ধ্যা পর্যন্ত ওই সঙ্গী থানাতেই ছিলেন বলে খবর পুলিশ সূত্রে। ওই সূত্রের দাবি, পল্লবীর সঙ্গী একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। জেরায় তিনি স্বীকার করেন, শনিবার রাতে দু’জনের মধ্যে কথা কাটাকাটি হয়েছিল। রবিবারও অশান্তি হয়েছিল। এর পর কিছুক্ষণের জন্য বাইরে সিগারেট খেতে গিয়েছিলেন তিনি। ফিরে দেখেন ভিতর থেকে দরজা বন্ধ। পরে দরজা ভেঙে ভিতরে ঢুকে তিনি পল্লবীর ঝুলন্ত দেহ দেখতে পান।