মিড ডে মিলের (Mid Day Meal) চালে মরা টিকটিকি ও ইঁদুর উদ্ধার। এবার তার জেরে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সাব ইনস্টপেক্টরকে সাসপেন্ড করল স্কুল শিক্ষা দফতর। বরখাস্ত এক চুক্তিভিত্তিক কর্মীও।
মালদহের চাঁচলের বিদ্যানন্দ প্রাথমিক বিদ্যালয়ে ঘটনাটি ঘটেছে। গত বুধবার মিড ডে মিলের জন্য রাখা চালের ড্রামে মরা টিকটিকি ও ইঁদুর পাওয়া যায়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনার তদন্তের জন্য বিডিওয়ের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টের ভিত্তিতেই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক উজ্জ্বল সাহা রায়, সাব ইন্সপেক্টর অব স্কুল আবদুল হানিফকে সাসপেন্ড করা হয়েছে। স্কুলের চুক্তিভিত্তিক কর্মী স্বপ্না সরকারকেও বরখাস্ত করা হয়েছে।
আরও পড়ুন: বিধানসভা নির্বাচনের আগে চলতি মাসেই ত্রিপুরা যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে স্কুলের মিড ডে মিল নিয়ে অভিযোগ উঠে এসেছে। দু সপ্তাহ আগে ঘাটালের স্কুলে মিড ডে মিলে প্রায় দেড় ফুটের একটি সাপ পাওয়া গিয়েছে। পাঁশকুড়ার এক আইসিডিএস কেন্দ্রে খিচুড়ি বিতরণের সময় মরা টিকটিকি পাওয়া গিয়েছে।