শিক্ষক-শিক্ষিকারা প্রায়ই দেরি করে স্কুলে আসেন। অভিযোগে সোমবার স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। ঢুকতে না পেরে গেটেই দাঁড়িয়ে থাকেন শিক্ষক-শিক্ষিকারা। ঘটনাটি ঘটেছে বহরমপুরের টিকিটিকিপাড়ার ২ নম্বর ব্লকের প্রাথমিক বিদ্যালয়ে।
অভিযোগ, শিক্ষক শিক্ষিকারা স্কুলে নিজেদের নিয়ম মতো আসেন। এর ফলে পড়ুয়াদের পড়াশোনায় ক্ষতি হচ্ছে। স্কুল কর্তৃপক্ষকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি। গেটের তালা আটকে বিক্ষোভ করেন অভিভাবকরা। স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বিক্ষোভকারীদের কথা হয়। বিষয়টি তাঁরা বিবেচনা করবেন বলে আশ্বাস পেলে তালা খুলে দেওয়া হয়।
কেন তালা দেওয়া হয়েছে স্কুলে গেটে! তা নিয়ে স্থানীয় বাসিন্দা রাহুল শেখ বলেন, "আমরা এই স্কুলের ছাত্র ছিলাম। আর গত ৪ বছর ধরে দেখে আসছি, ১১টার মধ্যে কোনও শিক্ষক আমরা গেটে ঢুকতে দেখিনি। কখনও ১২টা, ১টা বা ২টোর মধ্যে ঢোকে। সেটা নিশ্চয় সময় নয়। আমরাও স্কুলে পড়াশোনা করেছি।" যদিও ক্যামেরার সামনে বিষয়টি নিয়ে মুখ খুলতে চাননি শিক্ষক-শিক্ষিকারা।