লোকাল ট্রেনের(Local Train) সময়সীমা নিয়ে সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার(West Bengal Government) । নবান্নের(Nabanna) তরফ থেকে জানিয়ে দেওয়া হল, সন্ধে ৭টা নয়, রাত ১০টা পর্যন্ত চলবে লোকাল ট্রেন । অর্থাৎ শেষ ট্রেন ছাড়বে রাত দশটায় ।
রবিবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী জানিয়ে দেন, লোকাল ট্রেন চলবে সন্ধে সাতটা পর্যন্ত । এই ঘোষণার পর থেকে নিত্যযাত্রীর(Daily Passengers) মধ্যে ট্রেনের টাইমটেবিল নিয়ে সংশয় তৈরি হয় । অর্থাৎ শেষ ট্রেন কখন ছাড়বে, এটা নিয়ে বিভ্রান্তি তৈরি হয় । যদিও, সোমবারই শেষ ট্রেন ছাড়ার সময়সূচি জানিয়ে দেওয়া হয় রেলের তরফে ।
আরও পড়ুন, Covid 19 : উদ্বেগজনক দেশের কোভিড গ্রাফ, আক্রান্তের নিরিখে দ্বিতীয় স্থানেই পশ্চিমবঙ্গ
এদিকে, রেলের(Rail) সময় নিয়ে সকাল থেকে স্টেশনগুলিতে বিক্ষোভ দেখিয়েছেন যাত্রীরা । সন্ধে হতে না হতেই যাত্রীদের মধ্যে ক্ষোভ আরও বেড়েছে । আর তার আঁচ পেতে না পেতেই ২৪ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত বদল করল রাজ্য সরকার ।
এবার স্টাফ স্পেশাল লোকাল ট্রেন চালু থাকবে কি না সেই বিষয়ে রেল জানিয়েছে, রাজ্য সরকারের নির্দেশ মতো রাত ১০টার পর আর লোকাল ট্রেন চলবে না । তবে রেল কর্মীরা যাতে বাড়ি ফিরতে পারেন, তার জন্য কিছু বিশেষ ট্রেন চালানো হবে । তবে সেই ট্রেনগুলিতে রেল কর্মী ছাড়া আর কারা সফর করতে পারবেন, সেই বিষয়ে কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ।