লাইনে ট্রাফিক ও পাওয়ার ব্লক (Traffic and Power Block) নিয়ে কাজ চলছে। হাওড়া-তারকেশ্বর লাইনে যাত্রী পরিষেবা বিঘ্ন হওয়ার আশঙ্কা। রবিবার সকাল থেকে সোমবার বিকাল ৫টা পর্যন্ত সিঙ্গুর ও নালিকুলের মধ্যে ট্রেন চলাচল করবে না বলে জানা গিয়েছে।
শনিবার সকাল থেকেই মাইকিং করে প্রচার চালাচ্ছে রেল (Local Train Service)। আবার ট্রেন চলাচল বন্ধ থাকবে গোঘাটেও। যার জেরে যাত্রী পরিষেবা বিঘ্ন হতে পারে।
আরও পড়ুন: ঘরের ছেলে ফিরছেন ঘরে? বিজেপি বিধায়ক হিরণের পিছনে 'জোড়াফুল', হুহু করে ভাইরাল ছবি
শনিবার সকাল থেকে সিঙ্গুর স্টেশনে রেলের পক্ষ থেকে মাইকিং করে প্রচার চলছে। তাতে বলা হয়েছে, ২২ জানুয়ারি, সকাল ৮টা থেকে, সোমবার বিকেল ৫টা পর্যন্ত কোনও ট্রেন চলবে না। রেলের পক্ষ থেকে জানানো হয়েছে, হাওড়া থেকে দিয়ারা পর্যন্ত মোট ৬টি লোকাল ট্রেন চলবে। এই ছটি ট্রেনই ফিরবে হাওড়ায়। অন্যদিকে তারকেশ্বর থেকে হরিপাল পর্যন্ত ৬টি ট্রেন চালানো হবে।