চলতি মাসে শিয়ালদহ এবং বজবজের মধ্যে ফের বন্ধ থাকবে লোকাল ট্রেন (Local Train Kolkata)। ফলে ভোগান্তিতে পড়বেন নিত্যযাত্রী থেকে সাধারণ যাত্রীরা।
জোকা ও এসপ্ল্যানেডের মধ্যে মেট্রোর কাজের জন্য কিছুদিন আংশিকভাবে বন্ধ থাকবে শিয়ালদহ এবং বজবজের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা। জোকা এবং এসপ্ল্য়ানেডের মধ্যে মেট্রো রেল প্রকল্পের ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজ চলবে রাত সাড়ে ১১ টা থেকে ভোর সাড়ে তিনটে পর্যন্ত। ২১-২২ জুলাই এবং ২২-২৩ জুলাই এই কাজ চলবে। এছাড়া ১৭-১৮, ১৮-১৯ এবং ১৯-২০ আগস্টে মেট্রোর কাজ চলবে। সেই কারণেই, ওই দিনগুলো শিয়ালদহ এবং বজবজের মধ্যে লোকাল ট্রেন পরিষেবা বেশ কয়েক ঘণ্টার জন্য বন্ধ থাকবে বলে রেল সূত্রে জানা গেছে।
২১ ও ২২ জুলাই এবং ১৬ অগস্ট থেকে ১৯ অগস্ট শিয়ালদহ থেকে বজবজের মধ্যে ৩৪১৬৬ এবং ৩৪১৬৫ লোকাল ট্রেন দুটি বন্ধ থাকবে। অন্য দিনগুলিতে ৩৪১৬৬ শিয়ালদহ – বজবজ লোকাল ট্রেনটি রাত ১১ টার সময় শিয়ালদহ স্টেশন থেকে রওনা দেয় এবং বজবজ পৌঁছয় রাত ১১ টা ৪৮ মিনিটে। এরপর ৩৪১৬৫ বজবজ – শিয়ালদহ লোকাল হয়ে ওই ট্রেনটি রাত ১১ টা ৫৬ মিনিটে বজবজ স্টেশন থেকে রওনা দেয় এবং শিয়ালদহ পৌঁছয় রাত ১২ টা ৪৮ মিনিটে।
উল্লেখ্য, এর আগে বর্ধমান এবং গাংপুর স্টেশনে রেলের কাজের জন্য বেশ কিছু ট্রেন বাতিল ছিল। দমদমের কাছে রেলের ট্রাফিক এবং পাওয়ার ব্লকের কাজের জন্যও সম্প্রতি শিয়ালদহ-বনগাঁ শাখার বেশ কিছু লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল।