পূর্ব রেলের শিয়ালদহ ( Sealdah) শাখার একাধিক লাইনে রেল ওভার ব্রিজের নিচে বিদ্যুৎ লাইন সহ নানা মেরামতির কাজ শুরু হবে আগামী শনিবার থেকে। তাই সোমবার পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বন্ধ থাকবে বলে জানানো হয়েছে রেলের পক্ষ থেকে। ট্রেন বন্ধ থাকায় সপ্তাহের প্রথম দিনেই নিত্যযাত্রীদের একাংশের সমস্যায় পড়ার আশঙ্কা রয়েছে।
রেল সূত্রে জানা গিয়েছে, শিয়ালদহ শাখার ডানকুনি, বনগাঁ, মেইন লাইন শাখার একাধিক ট্রেন বাতিল করা হবে। অফিস টাইম সহ বিভিন্ন সময়ে সংশ্লিষ্ট শাখাগুলিতে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। এছাড়া ৬'টি দূরপাল্লার ট্রেনও বাতিল করা হয়েছে সেইদিন।
রেল জানিয়েছে, মেরামতির কাজে মোট তিন দিন লাগবে। শনি-রবি ছুটির দিন থাকায় সমস্যা তেমন হবে না বলে মনে করা হলেও,সোমবার কাজ শেষ হওয়ার আগে পর্যন্ত পরিষেবা ব্যহত হওয়ার আশঙ্কা আছে।