রোজই তাঁদের সময় কাটে উনুনের আঁচ, ভাত ফোটার গন্ধ আর স্যাঁতস্যাঁতে রান্নাঘরের কাজ। তাঁদের কেউ পড়েন, আবার কেউ হয়তো পড়াতেও যান। স্বাধীনতা দিবসের রেশ কাটিয়ে, এ এক অন্য দত্তাবাদ। উপলক্ষ্য ছিল খেলা হবে দিবস। আর সেই দিনেই মাঠে নামলেন তাঁরা। সল্টলেকের দত্তাবাদ জমজমাট হল পাড়ার মহিলাদের ফুটবলে।
গতবছর থেকেই রাজ্যে 'খেলা হবে' দিবস ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ৪২ বছর আগের ১৬ অগাস্ট ছিল বাংলার ফুটবলের এক কালো দিন। তা ভুলতেই এই দিনটিকে 'ফুটবলপ্রেমী' দিবস হিসাবে পালন করা হয়।
আরও পড়ুন- Uluberia Crime News: পুরসভার পাশের ভাগাড় থেকে উদ্ধার ১৭টি ভ্রূণ, তীব্র চাঞ্চল্য উলুবেড়িয়ায়
এবারের ১৬ অগাস্টে নেত্রী সবাইকে পথে নামতে নির্দেশ দেন। তাঁরাও নামলেন, কিন্তু ফুটবল মাঠে। খানিকক্ষণের জন্য সবকিছু ভুলে মাঠ দাপালেন দত্তাবাদের মহিলারা।