রাজ্যের অন্যান্য জেলার মত দক্ষিণ ২৪ পরগনা(South 24 Parganas) জেলা জুড়েও করোনার(Coronavirus) দাপট অব্যাহত। ইতিমধ্যেই জয়নগর(Jaynagar) ১ নম্বর ব্লকে ৬২ জন সংক্রমিতের খোঁজ মিলেছে। এই পরিস্থিতিতে এলাকার সমস্ত বাজার, দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ বারাসাত(South Barasat) গ্রাম পঞ্চায়েত।
দক্ষিণ বারাসাত গ্রাম পঞ্চায়েত এলাকায় করোনার(Coronavirus) শৃঙ্খল ভাঙতেই এই সিদ্ধান্ত, জানান উপপ্রধান অরুণ নস্কর। এর পাশাপাশি সঠিকভাবে লকডাউন মেনে চলা হচ্ছে কিনা, তা দেখতে এলাকায় নামেন উপপ্রধান সহ পঞ্চায়েতের কর্তারা।
আরও পড়ুন- TMC V BJP: বিজেপি প্রার্থী প্রচার সারতেই এলাকা স্যানিটাইজ করলেন তৃণমূল প্রার্থী
গোটা রাজ্যে ঝড়ের গতিতে বেড়ে চলেছে করোনা(Corona) সংক্রমণ। কিন্তু তারপর ও হুঁশ ফিরছে না একশ্রেণির মানুষের। স্যানিটাইজার(Sanitizer) তো দূর, মাস্ক(Mask) পরতেও প্রবল অনীহা তাঁদের। সেরকমই বেশ কিছুজনকে বৃহস্পতিবার মাস্ক পরাতে দেখা গেছে দক্ষিণ বারাসাত(South Barasat) পঞ্চায়েতের উপপ্রধানকে।