৫২ ঘণ্টা নিখোঁজ থাকার পর প্রতিবেশীর বাড়ির ছাদে উদ্ধার হয়েছিল ছোট্ট শিবমের নিথর দেহ। মঙ্গলবার যা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় শান্তিনিকেতন থানার মোলডাঙা পাড়ায়। বুধবার সেই ঘটনার পরিস্থিতি দেখতে গিয়ে স্থানীয়দের বিক্ষোভের মুখে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। মোলডাঙা পাড়ায় ঢুকতেই পারেননি তিনি। তা নিয়ে নতুন করে চাপানউতোর তৈরি হয়েছে।
এদিন শান্তিনিকতেনে ঘটনাস্থল পরিদর্শনে যান লকেট চট্টোপাধ্যায়। তিনি পৌঁছতেই এলাকা অশান্ত হয়ে ওঠে। বিজেপি নেত্রীর গাড়়ি ঘিরে ধরে স্থানীয় বাসিন্দারা। পুলিশ কর্মীরা নেত্রীকে বুঝিয়ে ফের গাড়িতে তোলেন। পুলিশের সঙ্গে বচসা বেধে যায় লকেট চট্টোপাধ্যায়ের। পুলিশি ব্যর্থতার দাবি তুলে ঘটনায় সিবিআই তদন্তের আবেদন করেন তিনি।
গত রবিবার বিস্কুট কিনতে গিয়ে নিখোঁজ হয় পাঁচ বছরের শিশু শিবম ঠাকুর। থানায় পরিবার অভিযোগ জানানোর পর পুলিশ খুঁজতে শুরু করে। নামানো হয় পুলিশ কুকুরও। তারপরও পাওয়া যায়নি ওই শিশুকে। প্রশ্নের মুখে পড়তে হয় বীরভূম পুলিশ প্রশাসনকে।
আরও পড়ুন: খাবার দিতে এসে তরুণীকে জোর করে চুমু ডেলিভারি বয়ের, 'তিনি আমাদের লোক নন' জানাল জোম্যাটো
শিবমের মৃত্যু নিয়ে রাজনৈতিক চাপান-উতর তৈরি হয় রাজনৈতিক মহলে। বুধবার বিধানসভায় শিবমের মৃত্যু নিয়ে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। মুখ্যমন্ত্রীর বিবৃতি দাবি করেন শুভেন্দু অধিকারী। এ দিনই শান্তিনিকেতনে যান বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে।