বিজেপি প্রার্থী লকেট চট্টোপাধ্যায়ের গাড়ি ঘিরে বিক্ষোভের অভিযোগ। অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। ঘটনাটি ঘটেছে হুগলির বাঁশবেড়িয়া অঞ্চলে। বাঁশবেড়িয়ার উপ পুরপ্রধান ও ওই এলাকার কাউন্সিলর শিল্পী চট্টোপাধ্যায় ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে এমনই অভিযোগ উঠেছে। যদিও শিল্পীর পাল্টা দাবি, কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় তিনি নিজেই চোট পেয়েছেন।
শনিবার রাতে বাঁশবেড়িয়ায় একটি কালীপুজোয় অংশ নিতে যান লকেট। অভিযোগ, সেই সময়ই বাঁশবেড়িয়া পুরসভার ১৭ নম্বর ওয়ার্ডে সেনপুকুর এলাকায় তাঁর গাড়ি ঘিরে বিক্ষোভ দেখান তৃণমূলের নেতাকর্মীরা। কালো পতাকা দেখিয়ে গো ব্যাক স্লোগানও তোলা হয় বলে অভিযোগ।
লকেট চট্টোপাধ্যায় জানিয়েছেন, "যেখানে প্রার্থীর সুরক্ষা নেই, সেখানে সাধারণ ভোটারদের অবস্থা সবাই বুঝতেই পারছেন। হুগলিতে অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন ও ভোটাররা যাতে নির্ভয়ে ভোট দিতে পারেন, তাই মাফিয়াদের অবিলম্বে গ্রেফতার করতে হবে।" শিল্পী চট্টোপাধ্যায় জানিয়েছেন, "কিছু লোক কালো পতাকা নিয়ে গো ব্যাক স্লোগান দিচ্ছিলেন। সরাতে গেলে লকেট চট্টোপাধ্যায়ের নিরাপত্তারক্ষীরা আমাকে ধাক্কা মেরে সরিয়ে দেন।"