লোকসভা নির্বাচনের মুখে শ্যুটআউট। গুলি চলল মুর্শিদাবাদের খড়গ্রামে। ঘটনায় গুলিবিদ্ধ দু'জন। আহত হয়েছেন পাঁচজন। দাবি, আহতরা সকলেই তৃণমূলকর্মী।
জানা গিয়েছে, ওই এলাকার তৃণমূল নেতা আহাদ শেখের সঙ্গে সারুল শেখের জমি নিয়ে বিবাদ ছিল। অভিযোগ, নদী বাঁধের অংশ কিনে রাস্তা তৈরি করা হচ্ছিল। সোমবার রাস্তার কাজ শুরু হলে ফের বিবাদ শুরু হয়।
আরও পড়ুন - গরমের ছুটির আগেই শিয়ালদহ থেকে দূরপাল্লার স্পেশাল ট্রেন! কোন কোন স্টেশনে থামবে?
সোমবার বিকেলে আহাদের সঙ্গে সারুল শেখের পরিবারের বচসা তৈরি হলেই গুলি চলে। আহত দু'জনকে প্রথমে খড়গ্রাম ব্লক গ্রামীণ হাসপাতালে ও পরে বহরমপুরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।