ভোটের ফল ঘোষণা হওয়ার পরেই এবার জার ভর্তি বোম উদ্ধার হল পূর্ব বর্ধমানের আউশগ্রামে। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য। জানা গিয়েছে, বুধবার সকালে আউশগ্রামের ২ নম্বর ব্লকের এড়াল গ্রাম সংলগ্ন চাষের জমির পাকা ড্রেনের পাশে তিনটি জার দেখতে পান স্থানীয় বাসিন্দারা।
গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ওই জারগুলি দেখে সন্দেহ হওয়ায় পুলিশে খবর দেন স্থানীয়রা। ঘটনাস্থলে পৌঁছয় আউশগ্রাম থানার পুলিশ। এরপর উদ্ধার হওয়া জার খুলে দেখা যায় জারের মধ্যে সুতলি বোম আছে। তড়িঘড়ি খবর দেওয়া হয় দুর্গাপুরে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডে।
বিকেলে সিআইডি বোম ডিসপোজাল স্কোয়াডের চার সদস্য এড়াল গ্রামের ফাঁকা মাঠে মোট ২০ টি বোম নিক্রিয় করে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, এলাকায় অশান্তির বাতাবরণ তৈরি করতে বিজেপি বোম ভর্তি জার গুলি রেখে গিয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি।