সাতদফায় লোকসভা নির্বাচন চলছে দেশ জুড়ে। ইতিমধ্যেই ছয়টি দফায় নির্বাচন হয়ে গিয়েছে। বাকি আর এক দফা নির্বাচন। আর শেষ দফার নির্বাচনের কারণে আজ থেকেই বন্ধ থাকতে চলেছে কলকাতা ও সংলগ্ন অঞ্চলের মদের দোকান এবং পানশালা।
ঠিক ৪৮ ঘণ্টা পরই শুরু হচ্ছে শেষ দফার লোকসভা নির্বাচন। সুতরাং রাজনৈতিক উত্তাপ এবং তাপমাত্রার পারদ চড়তে শুরু করেছে জোরকদমে। আজ, বৃহস্পতিবার সপ্তম দফার ভোট পর্বের প্রচার শেষ হচ্ছে। আর প্রচার শেষ হওয়ার পাশাপাশি বন্ধ হতে চলেছে মদের দোকানের দরজা।
আরও পড়ুন - শেষ দফার ভোট এবং গণনার দিনে কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? কী বলছে হাওয়া অফিস?
ভোটের সময় মদ খাইয়ে যাতে কোনও ভোটারকে রাজনৈতিক দল প্রভাবিত না করতে পারে সেই কারণেই মূলত মদের দোকান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। শেষ দফার নির্বাচনের কারণে বৃহস্পতিবার সন্ধে ৬টার পর থেকে মদের দোকান এবং পানশালা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার গোটা দিন বন্ধ থাকবে দোকান। মদের দোকান ফের খুলবে শনিবার নির্বাচন প্রক্রিয়া শেষ হওয়ার পর।