ভোটের আগের দিন উত্তপ্ত আসানসোলের জামুড়িয়ার তপসী পঞ্চায়েতের যানবাজার আদিবাসী গ্রাম। এই গ্রামের অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ে ভোট হয়। এদিন ভোটের আগে ওই বিদ্যালয়ের এসে পৌঁছন সরকারি অফিসাররা। কিন্তু আদিবাসীদের বিক্ষোভের জেরে তাঁরা ঢুকতেই পারলেন না ওই বুথে।
ওই গ্রামের আদিবাসীদের অভিযোগ, গত ৩০ বছর ধরে আদিবাসীদের এই গ্রামে বিদ্যুতের সমস্যা রয়েছে। সূর্য ডুবলেই অন্ধকার নেমে আসে। ভোটের সময় একাধিক প্রতিশ্রুতি দিলেও কোনও কাজ হয়নি। রাজ্য সরকারের বিদ্যুৎ এসে পৌঁছায়নি ওই গ্রামে। সেই কারণেই এই বিক্ষোভের সিদ্ধান্ত নিয়েছেন ওই গ্রামের বাসিন্দারা। যদিও তাঁরা জানিয়েছেন, ভোট বয়কট করা হবে না। বরং তাঁরা চান এক দিনের জন্য হলেও ভোট কর্মীরা তাঁদের কষ্ট বুঝুন।