ভোট গণতান্ত্রিক অধিকার। প্রত্যেকের ভোট দেওয়া উচিত। সেই কারণেই বাসি বিয়ের রীতি সেরে বিয়ের পোশাকেই ভোট দিতে ছুটলেন বরকনে। ভোট কেন্দ্রে নবদম্পতিকে দেখে রীতিমতো অবাক সকলে। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়িতে।
জানা গিয়েছে, জলপাইগুড়ি সার্কুলার রোডের বাসিন্দা শুভঙ্কর ইন্দ্র। বৃহস্পতিবার গাঁটছড়া বাঁধেন সেনপাড়ার বাসিন্দা পাত্রী সুতপা রায়ের সঙ্গে। শুক্রবার তাঁদের বাসি বিয়ে ছিল। সেটা সেরেই তৎক্ষণাৎ ভোটকেন্দ্রে পৌঁছান নবদম্পতি। প্রথমে নিউ সার্কুলার রোডে নিজের ভোটটি দেন শুভঙ্কর। এরপর তিনি বৌ-কে ভোট দিতে নিয়ে যান সেন পাড়ায়। দুজনেই নিজের কেন্দ্রে ভোট দেন।
আরও পড়ুন - ভোট শেষের পরেই চমক আলিপুরদুয়ারে, ভোটের হারে আশাবাদী শাসকদল
আর এই খবর চাউর হতেই বর-কনেকে দেখতে উপচে পড়ে ভিড়। খবর পেয়ে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছন এলাকার কাউন্সিলর। চকোলেট দিয়ে আশীর্বাদ করেন নবদম্পতিকে। এদিন একই ঘটনা দেখা গিয়েছে জম্মু-কাশ্মীরেও। বিয়ে সেরে সেই পোশাকেই ভোট দিতে যান নবদম্পতি সাহিল এবং রাধিকাও।