ভোট বড় বালাই। লোকাল ট্রেনের চিঁড়েচ্যাপ্টা ভিড়ই হোক বা মাছের বাজারের হইহট্টগোল- সবকিছুর মধ্যেই হাসিমুখে সদলবলে ঢুকে পড়ছেন প্রার্থীরা। বিজেপির সৌমিত্র খাঁই বা ব্যতিক্রম হবেন কেন! সপ্তাহের প্রথম দিনেই বাঁকুড়া মশাগ্রাম লাইনের লোকাল ট্রেনে। সোনামুখীর স্থানীয় বিজেপি বিধায়ক দিবাকর ঘরামিকে সঙ্গে নিয়ে পৌঁছে গেলেন স্টেশনে। লাইনে দাঁড়িয়ে টিকিট কাটলেন৷ ট্রেনে উঠে জনসংযোগের ফাঁকে সাতসকালেই হকারের থেকে কিনে ঝালমুড়িও খেলেন।
বিষ্ণুপুরে এবার লড়াই হাড্ডাহাড্ডি। সৌমিত্রের বিরুদ্ধে তৃণমূলের টিকিটে লড়ছেন সুজাতা খাঁ, যিনি সৌমিত্রের প্রাক্তন স্ত্রী৷ ভোটযুদ্ধে সৌমিত্রের বড় হাতিয়ার রেল।।বাঁকুড়া মশাগ্রাম ট্রেন রুটকে বর্ধমান হাওড়া লাইনে যুক্ত করার দাবিতে তিনি বারবার সরব হয়েছে। এখন দেখার দ্বিতীয়বারের জন্য বিষ্ণুপুর তাঁকে জয়যুক্ত করে কি না।