নির্বাচনের দিন ঘোষণার আগেই রাজ্যে আসতে পারে বিপুল সংখ্যক কেন্দ্রীয় বাহিনী৷ সম্ভবত চলতি মাসের শেষেই রাজ্যে আসবে কেন্দ্রীয় বাহিনী। লোকসভা নির্বাচনের জন্য পশ্চিমবঙ্গে ৯২০ কোম্পানি বাহিনী চাওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে।
রাজ্যের যাবতীয় স্পর্শকাতর এবং সংবেদনশীল বুথের তালিকাও চেয়েছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন৷ নির্বাচন কমিশন। ৪ মার্চ রাজ্যে আসছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। ৫ মার্চ সবকটি রাজনৈতিক দল, পুলিশ-প্রশাসনের সঙ্গে বৈঠক করবে কমিশন।
Prabhat Roy: গুরুতর অসুস্থ পরিচালক প্রভাত রায়, ভর্তি করা হল বেসরকারি হাসপাতালে
এই বারের পরিস্থিতির সঙ্গে ২০১৯ সালের লোকসভা এবং ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরিস্থিতির তুলনা করা হবে৷ সেই তুলনামূলক বিচারের পরেই জেলাশাসকরা উপদ্রুত বুথের তালিকা জমা দেবেন।