লটারি জিতে কোটি কোটি টাকা পেয়েছেন কেষ্ট, এই নিয়ে আগেও বহুবার শোরগোল তৈরী হয়েছিল। লটারি কাণ্ডে নাম জড়িয়েছিল অনুব্রত (Anubrata Mondal) কন্যা সুকন্যা মণ্ডলেরও (Sukanya Mondal)। এর তদন্তে বোলপুরে এসেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)। লটারি কাণ্ডে বেশ কিছুজনকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই।
West Bengal Weather Update: ঘূর্ণিঝড়ের হাত থেকে রক্ষা পেলেও গরম আরও বাড়বে দক্ষিণবঙ্গে
অভিযোগ ছিল অনুব্রতকে আগে থেকে জানিয়ে দেওয়া হত কে জিতেছেন লটারি,কেষ্ট প্রভাব খাটিয়ে সেই লটারির টিকিট কিনে নিতেন। বোলপুরে ‘গাঙ্গুলী লটারি এজেন্সি’র সঙ্গে যোগসাজশ ছিল অনুব্রতর। চার্জশিটে রয়েছে এর মধ্যস্থতা করতেন বোলপুরের ১৯ নম্বর ওয়ার্ডের পুরপ্রতিনিধি বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় ওরফে মুন। যদিও ‘গাঙ্গুলী লটারি এজেন্সি’র মালিক বাপি গঙ্গোপাধ্যায় অনুব্রতের সঙ্গে যোগাযোগের কথা অস্বীকার করেছেন।