ঘনিষ্ট মুহূর্তের ছবি তুলে ব্ল্যাকমেল করত প্রেমিক। বাধ্য করত সহবাসে। দীর্ঘদিনের এই চাপ সহ্য করতে না পেরে প্রেমিককে পুলিশের হাতে তুলে দিলেন এক যুবতী।
ঝাড়খণ্ডের বাসিন্দা দীনেশ দাসের সঙ্গে পরিচয় হয় বারুইপুরের বাসিন্দা ৩২ বছরের এক মহিলার। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলেও কয়েক মাস পরেই তিনি দীনেশের আসল চেহারা দেখতে পান বলে দাবি মহিলার। অভিযোগ, দীনেশ তাঁর অজান্তে বেশ কিছু আপত্তিকর ছবি তোলে। সেগুলির মাধ্যমে সে ওই বিবাহিত মহিলাকে ব্ল্যাকমেল করতে থাকে। হোটেলে গিয়ে শারীরিক সম্পর্কে বাধ্য করে।
America News : সৎকারের প্রস্তুতি চলছে, হঠাৎই বেঁচে উঠলেন 'মৃত' বৃদ্ধা
অবশেষে বারুইপুর থানায় বিষয়টি জানান ওই যুবতী৷ পুলিশ জানায়, অভিযুক্ত যে করেই হোক বারুইপুরে নিয়ে আসতে হবে। এরপর দীনেশকে বারুইপুর রেল স্টেশনে ডাকেন ওই যুবতী৷ সেখান থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। ধর্ষণ-সহ একাধিক অভিযোগে মামলা রুজু করা হয়েছে।