রাজ্য ক্রমেই বাড়ছে ডেঙ্গির প্রভাব। এবার ডেঙ্গি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন রাজ্যের মুখ্যসচিব। প্রত্যেকটি এলাকায় কাউন্সিলরদের সঙ্গে বৈঠক করে প্ল্যানিং করার নির্দেশ দিয়েছেন তিনি। পাশাপাশি ডেঙ্গির খরচেও রাশ টানার নির্দেশ দেওয়া হয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজ্যে ডেঙ্গি আক্রান্ত হয়েছেন ৫০০-এর বেশি। হাসপাতালে চিকিৎসাধীন প্রায় সাড়ে পাঁচশো জন।
শুক্রবার ডেঙ্গি নিয়ে বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী ও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম। রাজ্য স্বাস্থ্য দফতর সূত্রে খবর, একাধিক হাসপাতালে ডেঙ্গি আক্রান্তদের লাগামছাড়া বিল ধরানো হচ্ছে। রাজ্য স্বাস্থ্য নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান অসীমকুমার বন্দ্যোপাধ্যায় যদিও জানিয়েছেন, স্বাস্থ্যসাথী কার্ডে ডেঙ্গি চিকিৎসার খরচ মিলছে। বেসরকারি হাসপাতালগুলিকে নবান্ন নির্দেশ দিয়েছে, ডেঙ্গি পরীক্ষা ও চিকিৎসার খরচ মধ্যবিত্তের নাগালের মধ্যে আনতে হবে।
আরও পড়ুন: ৮ বছর পর ডিসেম্বরে প্রাথমিকে টেট, দিন ঠিক করবেন শিক্ষামন্ত্রী
এদিকে বৃহস্পতিবার এফডি ব্লকে পুজো উদ্বোধনে গিয়ে ময়লার গন্ধ পান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবারই বিধাননগর প্রশাসনের সঙ্গে ডেঙ্গি নিয়ে বৈঠক করেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। শুক্রবার বিধাননগরের মেয়র কৃষ্ণা চক্রবর্তী, ডেপুটি মেয়র অনিতা মণ্ডল সহ পৌরসভার আধিকারিক ও কাউন্সিলরদের নিয়ে বৈঠক করেন তিনি।